বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ুর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১০:৪৬
অ- অ+

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 'ময়ূর-২' লঞ্চের মাস্টার আবুল বাসারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ওই দুর্ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন।

সোমবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

তিনি বলেন, 'বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনার প্রধান আসামি 'ময়ূর-২' লঞ্চের মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।' এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় নৌপুলিশ বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়

এদিকে বৃহস্পতিবার ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। তার আগে গ্রেপ্তার হয় ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম।

ঢাকাটাইমস/১৩জুলাই/এসএস/এমার

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা