সিলনের বিজ্ঞাপনে মারিয়া মিম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৬:৫৩
অ- অ+

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম।একসময় নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করলেও করোনার জন্য তিম মাস ঘরবন্দী মিম।তবে,লম্বা বিরতী শেষে আবারও কাজে ফিরেছেন মিম।সাম্প্রতি ‘সিলন মেলোডিস’ শিরোনামের একটি প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জুয়েল।

এরই মধ্যে এটি প্রচার শুরু হয়েছে দেশীয় একাধিক টেলিভিশনে। বিজ্ঞাপনটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান মারিয়া মিম।

এ প্রসঙ্গে অভিনেত্রী মারিয়া মিম বলেন, ‘নতুন লেখকদের জন্য গানের লিরিক প্রতিযোগিতার আয়োজন করেছে সিলন। সেই প্রতিযোগিতার জন্যই প্রমোশনাল এ বিজ্ঞাপনটি করা হয়েছে।’

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ‘করোনার আগে অনেকগুলো বিজ্ঞাপনের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সেগুলো করা হয়নি। এখন সেগুলো নিয়ে নির্মাতাদের সাথে কথা হয়েছে। শিগগিরই সেগুলো কাজ শুরু করব।’

উল্লেখ্য,এর আগে একাধিক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মারিয়া মিম। যেগুলো পোস্ট প্রডাকশনের কাজ চলছে। যেগুলোর মধ্যে সিটি ব্যাংক, টিভিএস মটর সাইকেল, ওয়ালটন, টাটা অন্যতম।

ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
যশোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা