বরিশালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২২:০৪
অ- অ+

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে কোতয়ালি মডেল থানার পুলিশের একটি দল।

গ্রেপ্তার ডাকাতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার বারেক হাওলাদারের ছেলে তিনটি ডাকাতি মামলার আসামি ফিরোজ হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের ছেলে ডাকাতিসহ ১৪ মামলার আসামি লিটন মাতুব্বর ও মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকার হরিপাশা এলাকার শাহজাহান মোল্লার ছেলে ডাকাতিসহ ৭ মামলার আসামি লিটন মোল্লা। তাদের কাছ থেকে রামদা, বগিদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নগরীতে ডাকাতির পরিকল্পনা করে। এই জন্য তারা নগরীর বিএম কলেজ সোবাহান মিয়ার পোলসহ আশেপাশের এলাকায় অবস্থান নেয়। গোপনে এ খবর পেয়ে সোবাহান মিয়ার পুল এলাকা থেকে একজনকেসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানার এসআই রুমান বাদী হয়ে মামলা করেছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ৩
গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি পরিস্থিতিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা ১২ আগস্ট 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা