সাপ খেলা দেখাতে গিয়ে সাপুড়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ০০:৩৯
অ- অ+

কুষ্টিয়ার মিরপুরের সবচেয়ে বড় ও অভিজ্ঞ সাপুড়ে দাদরুল মল্লিক (৭২)। সাপ নিয়ে যার দিন-রাত কাটে। বাড়িতেই পালেন শতাধিক বিষধর সাপ। তবে সেই সাপের ছোবলেই মৃত্যু হলো তার।

শনিবার বিকাল ৪টার সময় নিজ বাড়িতে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে তার মৃত্যু হয়।

নিহত দাদরুল সাপুড়ে মিরপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড কুরিপোল মহল্লার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে কিছু মানুষ তার বাড়িতে সাপ দেখতে যান। এসময় তিনি সাপের খেলা দেখাতে যান। খেলা দেখাতে গিয়ে বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

সাপুড়ে দাদরুলের ভাতিজা নবীর মল্লিক জানান, তার কর্মজীবনে পুরোটাই তিনি সাপ ধরে ও খেলা দেখিয়ে কাটিয়েছেন। শনিবার সাপ খেলা দেখাতে গিয়ে অসাবধানতাবশত সাপের কামড় খান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাদ এশা স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
চট্টগ্রামে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ শুরু
এআই যুগে গার্ডিয়ানের নতুন অ্যাপ বদলে দিচ্ছে ইন্স্যুরেন্স সেবার ধারণা
ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সঙ্গীতশিল্পী তাহসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা