ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ০০:৪৭| আপডেট : ০২ আগস্ট ২০২০, ০০:৪৮
অ- অ+

ফেসবুকে স্ট্যাটাস, চ্যাটিং ও পূর্ব বিরোধের জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে চেয়ারম্যানের ছেলেসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- চরএলাহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (২২), ছাত্রলীগ নেতা রোহান মাহমুদ ফয়সাল (২১), চরএলাহি ১নং ওয়ার্ডের সুরুজ মিয়ার ছেলে নোয়াখালী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য তানিম ইকবাল (২০), ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে নিশাত (২৩), নূর আলমের ছেলে জসিম উদ্দিন (২৯), আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেন (২৫) ও ১নং ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. রনি (২০), সাহাব উদ্দিন মেম্বারের ছেলে মিরাজ হোসেন (৩৫), হেলাল (২৮), সাইফুল ইসলাম তারেক (২৩), মো. ইব্রাহিমসহ ১৪জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরএলাহি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সালের সাথে তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাস ও মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে বিরোধ ছিল। ঈদের দিন রাতে চরএলাহি বাজারে আসে তানিম। এসময় ওই বিরোধের জের ধরে রোহান মাহমুদ ফয়সাল, ইব্রাহিম ও হেলালের নেতৃত্বে কয়েকজন তানিমের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে হামলার খবর চড়িয়ে পড়লে তানিমের পক্ষের ও রোহান মাহমুদ ফয়সালের সমর্থকরা একত্রিত হয়ে বাজারে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সাল, আমি সকালে বসুরহাট বাজারে গেলে তানিম ইকবাল আমাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকি দেয়। রাতে চরএলাহি বাজারে গেলে তারা আমি এবং আমার লোকজনের ওপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে।

চরএলাহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পূর্ব বিরোধের জের ধরে তানিমের ওপর অতর্কিত হামলা চালায় ফয়সাল, ইব্রাহিম ও হেলালসহ তাদের লোকজন। তানিমকে বাঁচাতে গেলে হামলাকারীরা আমার ছেলে রাজিবসহ আরও কয়েকজনকে পিটিয়ে জখম করেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পথে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল, এপ্রিলে ঝরল ৫৮৮ প্রাণ
আওয়ামী লীগের ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা