চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব, জানালেন ছেলে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ১৭:২৮
অ- অ+
ফাইল ছবি

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার টুইট করে সে কথা জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

দেশবাসীকে আশ্বস্ত করে অভিজিৎ মুখোপাধ্যায় দুপুরে টুইটারে লেখেন, ‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’

প্রণবের কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যত টুকু বুঝেছি তা হলো, বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’

শর্মিষ্ঠা আরও লেখেন, ‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির ওপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে রয়েছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান।’

গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তার। তারপর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন তিনি। গতকাল রাতে পরিস্থিতির আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি। তার মধ্যেই ভুয়া খবর এবং গুজবের জেরে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ঘনিষ্ঠরা। বুধবার বিকালে এবং বৃহস্পতিবার সকালে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকেও প্রণববাবুর অনেক পরিচিত জন উদ্বেগ নিয়ে ফোন করতে থাকেন। অভিজিৎ ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, দুজনেই সেইসব গুজব উড়িয়ে দেন। -আনন্দবাজার

(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা