তাড়াশে ২০ দিন যাবৎ ইউএনও পদ শূন্য

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১২:৫৫
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দীর্ঘ ২০ দিন যাবৎ ইউএনও পদ শূন্য রয়েছে। এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকায় জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা গেছে, গত ৩০ জুলাই এর আগের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান অন্য উপজেলায় যোগদান করেন। এদিকে বিভিন্ন অফিসের অর্থনৈতিক বিষয়গুলোতে ইউএনও‘র স্বাক্ষর প্রয়োজন হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ও ঠিকাদারদের অনেক চেক প্রস্তুত থাকলেও ইউএনও’র স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাড়াশ ডিগ্রী কলেজের ৬২ জন শিক্ষক ও কর্মচারীর জুলাই মাসের বেতন বিলে ইউএনও‘র স্বাক্ষর ছাড়া বেতন উত্তোলন সম্ভব না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যে তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করবেন।’

তাড়াশ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা বলেন, ‘তাড়াশ উপজেলা সৃষ্টি হবার পর থেকে আমার মনে হয় এত দীর্ঘ সময় এই গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা থাকেনি।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা