তানোরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

রাজশাীর তানোরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে জে.এস.সি/ জে.ডি.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪ জন শিক্ষার্থীকে এ সাইকেল দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যার লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রমুখ।
এদিকে, একইদিন অপর আরেকটি অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের চতুর্থ কিস্তির ১৯ জন ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া রোগীকে ৫০,০০০ টাকা করে দেওয়া হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)

মন্তব্য করুন