পুরান ঢাকায় ৩৫ টন পলিথিন জব্দ

রাজধানীর পুরান ঢাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এসময় প্রায় পাঁচলাখ টাকা জরিমানা ও কারখানার মেশিনসহ সব মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযান শেষে সারওয়ার আলম বলেন, এই কারখানার দুই জন মালিক পলাতক। অভিযানে ৩৫ টনের মতো পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিন তৈরির যে মেশিন রয়েছে সেই মেশিনগুলোও আমরা জব্দ করেছি। দুঃখজনক হলেও সত্য একই সঙ্গে প্রায় পৌনে পাঁচ লাখ টাকাও জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, গত বছর পুরান ঢাকার চুরিহাট্টায় আগুন লাগে তখন আমরা সবগুলো পলিথিন কারখানাকে সিলগালা করে জরিমানা করেছিলাম। এরপর ওই সকল কারখানার মালিক পরিবর্তন হয়ে আবারও তারা অবৈধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে।
পলিথিন পরিবেশের জন্য হুমকি এবং বৃষ্টির পানি নিষ্কাশনের সমস্যার সৃষ্টি করে উল্লেখ করে সারওয়ার আলম আরও বলেন, এই ধরনের পলিথিন তৈরি করার কারণে আমাদের পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য মারাত্মক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এমনকি জমির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাইনা কোনো অসাধুত ব্যবসায়ী এই কাজটি করুক। যারাই এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিশেষ করে এখানে যারা মালিক রয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে। আমরা চাইনা কেউ এমন কোনো পণ্য তৈরি করুক যা মানুষের জন্য, দেশের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়। যারাই এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/এআর/এসএস)

মন্তব্য করুন