১৫ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে নিহত আবুল কাশেম (৩৫)-এর লাশ ১৫ দিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে লাশ ফেরত দেয়া হয়। চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই বাংলাদেশির লাশ ফেরত দেয় বিএসএফ।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এসময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার। পরে নিহতের পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন।
উল্লেখ্য, ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভুখণ্ডে অনুপ্রবেশ করলে জলঙ্গী থানার ১৩ নং মাজদিয়াড় এলাকায় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএ)

মন্তব্য করুন