সোমবার ঢাকায় আসছেন গিবসন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭
অ- অ+

শ্রীলংকার সিরিজকে সামনে রেখে আগামীকাল (সোমবার) ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন। সফরকে সামনে ইতোমধ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

রবিবার রাতে একত্রে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’র।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও সদ্যই টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলংকায় জাতীয় দলের সাথে যোগ দিবেন।

ঢাকায় পা রেখে বাংলাদেশ সরকারের নিয়নুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন জাতীয় দলের কোচরা।

গেল ২ সেপ্টেম্বর ঢাকায় পৌছানোর কথা ছিলো ডোমিঙ্গো-কুক ও লির। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তাদের আসার তারিখ পিছিয়ে যায়।

শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দেশে সংক্ষিপ্ত আকারে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল।

শ্রীলংকা সফরের জন্য দেশের মাটিতে ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে ডোমিঙ্গো অ্যান্ড কোং এর কোয়ারেন্টাইন পর্ব।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা