কিশোর কেন্দ্রে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮
অ- অ+

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে। একইসঙ্গে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বিদ্যমান অনিয়ম ও সমস্যা দূর করতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক ( ডিসি), যশোর পুলিশ সুপার (এসপি), যশোর শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিটটি করা হয়। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ২০ আগস্ট সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নিহত তিন কিশোরের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী এ নোটিশ পাঠান।

নোটিশে সংবাদমাধ্যমে উঠে আসা দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বিদ্যমান অনিয়ম ও সমস্যা দূর করতে পদক্ষেপ নিতে বলা হয়। অনিয়ম ও সমস্যার মধ্যে রয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত শিশু রাখা, খাদ্য সমস্যা ও নিরাপত্তার ঘাটতি এবং শিশুরা অনেক ক্ষেত্রে বুলিংয়ের শিকার হয়।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় আরও ১৫ কিশোর আহত হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
মির্জা আব্বাসের ১৮ বাড়ির মামলার যুক্তিতর্ক ৩১ আগস্ট
‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা