ধর্ষকদের ফাঁসির দাবি দিনাজপুরের নারী বাইকারদের

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৬:২৯

সারাদেশে নারী-শিশু ধর্ষণ, সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে নারী বাইকাররা এবার মাঠে নেমে পড়েছে। তাদের একটাই দাবি, ধর্ষকদের ফাঁসি চাই।

সোমবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মুখ সড়কে উইমেন্স বাইকস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ কর্মসূচিতে আয়োজক সংগঠনের সঙ্গে যোগ দেন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর পল্লী সমাজের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উইমেন্স বাইকস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুরমান্দ বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলী আক্তার পিংকী, কোষাধ্যক্ষ বিলকিস বানু, সদস্য মাহামুদুর আক্তার, পল্লী সমাজের সভানেত্রী ছবিতা রায়, জেসমিনসহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি দেন নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, কঠোর আইনের মাধ্যমে ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তি দিতে হবে। আর যারা পলাতক রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :