ওয়েলবেককে দলে ভেড়ালো ব্রাইটন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৫:০৪
অ- অ+

ফ্রি ট্রান্সফার সুবিধায় ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে এক বছরের জন্য দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন ও হোভ আলবিয়ন। ক্লাব সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।

গত মৌসুমে শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হয়ে যাবার পর ওয়াটফোর্ড ২৯ বছর বয়সী ওয়েলবেককে ছেড়ে দেয়। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালেও খেলেছেন। যদিও ইনজুরির কারনে তার ক্যারিয়ার বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্থ হয়েছে।

আন্তর্জাতিক ও ঘরোয়া ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবার পরে কোন ক্লাবের সাথে চুক্তি না থাকায় যেকোন সময়ই নতুন ক্লাবে যোগ দেবার এখতিয়ার ছিল ওয়েলবেকের। ব্রাইটন ম্যানেজার গ্র্যাহাম পটার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ড্যানিকে পেয়ে দারুন উচ্ছসিত। তাকে পেয়ে আমাদের বর্তমান আক্রমনভাগ আরো শক্তিশালী হবে। নি:সন্দেহে তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের কাজে লাগবে। টেকনিক্যালিও সে একজন উঁচু মানের খেলোয়াড়।’

ইংল্যান্ডের হয়ে ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়েলবেক ১৬টি গোল করেছেন। কিন্তু ইনজুরির কারনে ২০১৮ সালের পর থেকে আর ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা