বিদেশি খেলোয়াড় ছাড়াই হতে পারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:৪১ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১২:১৮

বিদেশি খেলোয়াড় ছাড়াই নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই টুর্নামেন্টের জন্য কোনো বিদেশি খেলোয়াড়কে পায়নি বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রস্তুতির জন্য নভেম্বরে টি-২০ লিগ আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর বিসিবি।

যদিও কিছু বিদেশি খেলোয়াড় পেয়েছে বিসিবি, কিন্তু টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার কথা ভাবেনি। মূলত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদের চেয়েও বড় তারকা বিদেশি খেলোয়াড়ের সন্ধান করেছিল বিসিবি।

বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা চাই বড় তারকা খেলতে আসুক। আমাদের সেরা খেলোয়াড় সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে কম তারকার খেলোয়াড়কে নিতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা, আমরা এখনও বড় কোন তারকার নাম পাইনি। আমরা যদি এটি না পাই, তবে আমরা স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটি আয়োজন করবো। যদি আমরা একই মানের কোনো আইকন খেলোয়াড় নিতে পারি যারা দলকে অনুপ্রাণিত করতে পারবে, একটি নাম বা খেলোয়াড়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবে। আমরা এটি সম্পর্কে ভাবতে পারি।’

মাহমুদ জানান, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি কীভাবে হতে পারে সে ব্যাপারে এখনও কোনো পরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি বিসিবি। তবে এটি নিশ্চিত, দেশে ক্রিকেট ফিরিয়ে আনার ধারাবাহিকতার অংশ হিসাবে বোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করবে।

মাহমুদ বলেন, ‘এটি কর্পোরেট লিগ হবে কিনা তা আমরা জানি না, তবে আমরা টি- টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবো, এটি অবশ্যই নিশ্চিত। বিসিবি সভাপতি এ বিষয়ে খোঁজখবর রাখছেন। কতগুলো দল খেলবে এবং অন্যান্য কোন কিছুই এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের মধ্যে এটির ব্যাপারে আমরা পুরোপুরি জানবো।’

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :