মার্কিন গোয়েন্দা বিমানকে নামতে দিল না ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৬:৩৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে ইন্দোনেশিয়ায় অবতরণের অনুমতি দেয়নি দেশটির সরকার। মার্কিন কর্মকর্তাদের দফায় দফায় যোগাযোগের পরও জ্বালানি নিতে দেশটিতে নামতে পারেনি যুক্তরাষ্ট্রের পি-৮ পোসেইডন মেরিটাইম সার্ভেইলেন্স কয়েকটি বিমান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়া সবসময়ই অপেক্ষাকৃত উদার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। তারা কখনো বিদেশি সামরিক বাহিনীকে সেখানে কাজ করার অনুমতি দেয়নি।

ইন্দোনেশিয়ার চারজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত যুক্তরাষ্ট্র ও চীন। আর বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এই বিমানগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি জাকার্তা।

এই বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের অচলাবস্থা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের
দেশে গুঁড়া দুধ আমদানি করা লজ্জার বিষয়: প্রাণিসম্পদ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আবারও করোনা পরীক্ষা শুরু
আজও অবরুদ্ধ এনবিআর, শাটডাউন কর্মসূচি চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা