ধানমন্ডিতে পুলিশ বক্সসহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২০, ২০:৫৫
অ- অ+

সড়ক দখল করে গড়ে তোলা একটি পুলিশ বক্স এবং সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ধানমন্ডি লেক ও ডেমরার বামৈল এলাকায় অভিযান পরিচালনা করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানটির নেতৃত্বে দেন ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ।

অভিযানে ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন এলাকা লেক সংলগ্ন ওয়াকওয়ের পাশে অবস্থিত সমস্ত হোটেল ও দোকানের লেকমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। লেক সংলগ্ন এলাকায় অবৈধ দোকান-পাট রেখে ব্যবসা পরিচালনা করায় ২০টির অধিক দোকান ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধানমন্ডির ৮ নং ব্রিজের কাছে চলাচলের রাস্তায় থাকা পুলিশ বক্স উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশ বক্সের ভেতরে ভ্রাম্যমাণ হকারদের দোকান পরিচালনার সামগ্রী পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘ধানমন্ডি লেকে মানুষের প্রতিদিনকার শহুরে জীবনের একঘেয়েমি দূর করতে এবং শারীরিক কসরতে ধানমন্ডি লেকপার ব্যবহার করেন। কিন্তু এক শ্রেণির অসাধু চক্র সেই জায়গায় নানা রকম অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। আজ আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।‘

ঢাকাটাইমস/০৪নভেম্বর/কারই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা