কলম্বিয়াকে বড় ব্যবধানে হারাল উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ০৯:৩৫| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১১:৪৭
অ- অ+

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার রাতে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের প্রথম গোলটি করেন এডিনসন কাভানি। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। শেষ গোলটি করেন নুনেজ।

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০টি দল অংশ নিচ্ছে। শুক্রবার তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে উরুগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে কলম্বিয়া। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় সফরকারী উরুগুয়ে। মিডফিল্ড থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে কাভানিকে দারুণ পাস দেন নান্দেজ। কাভানি ডান পায়ের শটে বল পৌঁছে দেন স্বাগতিকদের জালে। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল উরুগুয়ে।

বিরতি থেকে ফেরার ৯ মিনিট পর পেনাল্টি পায় উরুগুয়ে। তা থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। ডি-বক্সের মধ্যে উরুগুয়ের রদ্রিগো বেন্টাঙ্কুরকে ফেলে দেন কলম্বিয়ার জেইসন মুরিলো। যার কারণে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৭৩তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ডারউইন নুনেজ। ২৫ মিটার দূর থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা ডাইভ দিয়েও গোল বাঁচাতে পারেননি। এরপর ৯০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় ইয়েরি মিনা মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধান ধরে রেখই মাঠ ছাড়ে উরুগুয়ে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট
ভারতের একাধিক সামরিক ওয়েবসাইট হ্যাকড করল পাকিস্তানি হ্যাকাররা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা