রেল লাইনের পাশে নৈশপ্রহরীর ক্ষতবিক্ষত লাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাতু মিয়া (৬০) নামে এক মৎস্য খামারের নৈশপ্রহরীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের নিমুকপুড়ুরা গ্রামে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার হয়।
মাতু মিয়া উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর তার লাশ ফেলে রাখে।
চাঁন্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন জানান, নিহত মাতু মিয়া চাঁন্দপুর ইউনিয়নের নিমুকপুড়ুরা গ্রামের সেলিম, আবদুর রহমান, মজিবুর ও জসিমের যৌথ মৎস্য খামারে নৈশপ্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খামারে পাহারা দিতে আসার পর তিনি নিখোঁজ হন বলে তার পরিবারের লোকজন জানায়। শুক্রবার ভোরে মৎস্য খামারের কাছে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মৎস্য খামারের নৈশপ্রহরী মাতু মিয়াকে হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কেআর)

মন্তব্য করুন