রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দেবে নেদারল্যান্ড ও সুইডেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬
অ- অ+
ফাইল ছবি

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে তাদের আদি জন্মভূমি রাখাইনে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে নেদারল্যান্ড ও সুইডেন। ইউরোপিয়ান ইউনিয়নের দেশ দুটির রাষ্ট্রদূতরা এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মঙ্গলবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে গত ৫ ডিসেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

পরিদর্শনের পরে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মঙ্গলবার স্থানীয় এক যুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে জরুরি প্রয়োজনের সময় বাংলাদেশ উদারভাবে তাদের আশ্রয় দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

পরিদর্শনকালে উভয় রাষ্ট্রদূত স্থানীয় সরকারের কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

পরিদর্শন শেষে বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারুইজ বলেন, ‘আমরা অব্যাহতভাবে মিয়ানমারে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার দিকে মনোনিবেশ করবো এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য চাপ অব্যাহত রাখবো।’

রাষ্ট্রদূত বলেন, ‘এখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মধ্যমেয়াদি সমাধান এগিয়ে নিতে বিকল্পগুলো নিয়ে মতবিনিময় জরুরি কেননা স্বল্প মেয়াদে এই প্রত্যাবর্তনের সম্ভাবনা কম।’

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩
ফরিদপুরে ১১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা