রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫
অ- অ+

রাস্তা পরিষ্কার করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কাকরাইল মোড়ে রাত ১২টার দিকে রাস্তা পরিষ্কার করার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। আহতাবস্থায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মো. জাহের মিয়ার ছেলে। তিনি রমনা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা