২০২৩ সাল পর্যন্ত খেলে যেতে পারি: বুফন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৫:১৭
অ- অ+

জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন ২০২৩ সালের জুন পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন। তবে, মন চাইলে এর আগেও গ্লাভস জোড়া তুলে রাখতে পারেন।

৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষকের সাথে তুরিনের ক্লাবটির চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমার দিকে তাকালে দেখতে পাবেন এখানে সর্বোচ্চ একটি সময় বেঁধে দেয়া আছে যা ২০২৩ সালের জুনে শেষ হবে। সত্যিকার অর্থে এটাই সর্বোচ্চ। তবে এমনও হতে পারে চার মাসের মধ্যেই আমি খেলা শেষ করে দিতে পারি।’

২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য বুফন জুভেন্টাসের হয়ে ১০টি সিরি-এ শিরোপা জিতেছেন। এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন ২০১৮ সালে হয়ত অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু ওই বছর জুভেন্টাসে ফিরে আসার আগে তিনি এক বছরের জন্য পিএজিতে খেলেছিলেন। এ বছর সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। তার স্থানে জুভেন্টাসের এক নম্বর গোলরক্ষক হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ওজিচে সিজিসনি।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা