করোনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সম্পাদকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৮:০৭| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৮:৫৫
অ- অ+

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান খান বুলবুল (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার দুপুরে ঢাকায় জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ভাই কামরুজ্জামান খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ টাঙ্গাইল আনা হবে। তারাবির নামাজের পর জানাজা শেষে তাকে দাফন হবে।’

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মনিরুজ্জামান বুলবুল ১৯৯৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৯০ দশকে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুরে ১, কালিহাতী ২ ও ঘাটাইলে ১ জন আক্রান্ত হন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৪২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৯০০ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৬৯ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা