ফল খাওয়ানোর নামে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৩| আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:০৭
অ- অ+

বাগেরহাটের চিতলমারীতে ফল খেতে গিয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরশৈলদাহ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার চরশৈলদাহ আদর্শ গ্রামের সুজন খানের ছেলে জাকির খান (১৬) এবং হায়দার শেখের ছেলে শামীম শেখ (১৭)।

এলাকাবাসী জানান, ওই দিন দুপুরে জাকির ও শামীম ফল খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আঁখ খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদের হাতেনাতে ধরে। কিন্তু ধর্ষকরা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন অসুস্থ শিশুটিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, মেয়েটির বাবা দুজনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। শুক্রবার ভোরে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে নির্যাতিত শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা