ঈদ শুক্রবার হওয়ার সম্ভাবনা প্রবল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২১, ২২:৪৪| আপডেট : ১১ মে ২০২১, ২২:৪৬
অ- অ+
ফাইল ছবি

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে আগামীকাল বুধবার সন্ধ্যায় তা চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সে হিসেবে আগামী শুক্রবার দেশে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পায়নি। ফলে সেখানে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর।

এদিকে বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে আগামীকাল বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​— ​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

(ঢাকাটাইমস/১১মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
ভোররাতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ফুটবল বাঘিনীদের বর্ণাঢ্য সংবর্ধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা