অ্যাশেজ এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্চার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৯:২৮
অ- অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জনপ্রিয় অ্যাশেজ সিরিজে খেলা হচ্ছে না ইংলিশ পেসার জোফরা আর্চারের। পুরনো কনুইয়ের চোট থেকে সেরে উঠতে না পারায় চলতি বছরের আর ২২ গজের ক্রিজে নামা হচ্ছে না তার।

চলতি বছরের শুরুতে ভারত সফরে যায় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সফরের দলের সঙ্গেই ছিলেন আর্চার। কিন্তু তিনি একটি ম্যাচেও নামতে পারেননি। না খেলেই ফিরতে হয়েছে দেশে। এছাড়া চোটের কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলেও খেলা হয়নি তার। তবে অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্চার দলে ফিরবেন- এমনটি আশা করছিলেন ইংল্যান্ড সমর্থকরা। কিন্তু সেটাও আর হচ্ছে না।

সামনের দিনগুলোতে আর্চার খেলতে না পারলে দলের অনেক বড় ক্ষতিই হবে বলে মনে করছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। বিবিসিকে সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘এটা অনেক বড় খবর ও তার জন্য দুশ্চিন্তার। ইংল্যান্ডের সেরা পরিকল্পনাটাই আছে বিশ্রাম, বদলি ও প্রস্তুতি নিয়ে তাদের ফিট হিসেবে অস্ট্রেলিয়ায় নেওয়ার।’

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা