যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ হামলার শঙ্কা বুশের

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫
অ- অ+
৯/১১ হামলার ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বুশ- সিএনএন

যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দেশের ভেতর অভ্যন্তরীণ সন্ত্রাসীদের হামলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ টুইন টাওয়ার হামলার ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা জানান বুশ। শনিবার পেন্সিলভেনিয়ার শাঙ্কসভিলে টুইন টাওয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর রয়টার্সের

বুশ বলেন, ‘আমরা বরাবরই প্রমাণ দেখছি বিপদ শুধু সীমান্তের বাইরে থেকেই আসছে না, বরং অভ্যন্তরে সহিংসতা এর চেয়েও বড়ে হতে পারে’।

২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলা হয়। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। তিনি ওই হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেন। তখন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করতে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে মিত্র দেশগুলোও যোগ দেয়।

যুক্তরাষ্ট্রে বর্ণবাদী সহিংসতা ও হেট ক্রাইম দিন দিন বাড়ছে। এ বিষয়ে সতর্ক করে বুশ বলেন, ‘দেশের বাইরে চরমপন্থীদের সহিংসতার সংস্কৃতি রয়েছে।দেশের মধ্যেও অভ্যন্তরীণ চরমপন্থীদের সহিংসতা দেখা যাচ্ছে।এরা দুই-ই একই অপবিত্র আত্মার দুই সন্তান।এদেরকে মোকাবিলা করা আমাদের অব্যাহত দায়িত্ব’।

তিনি বলেন, সম্প্রতি বছরগুলোতে যুক্তরাষ্ট্র নিজেদের ঘরের মধ্যে সন্ত্রাসী বেড়ে ওটা দেখতে পাচ্ছে। বিশেষ করে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী সাদা বর্ণবাদীদের ৬ জানুয়ারী রজধানী ওয়াশিংটন ডিসিতে মারাত্মক হামলা চালানো খুবই ভয়ঙ্কর বার্তা ছিল।

অভ্যন্তরীণ রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে আসার ডাক দেন বুশ। তিনি বলেন, আমেরিকার জনগনের মধ্যে ঐক্য দেখলে মনে হয় এসব ভেদাভেদ আমাদের মধ্য থেকে অনেক দূরে চলে গেছে। আমাদের জীবনে কিছু অনিষ্টকর শক্তি কাজ করে। আর এজন্যই রাজনীতি নগ্নতা থেকে ক্রোধ, ভয়, বিরক্তের মত পর্যায়ে চলে এসেছে।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা