জর্ডানের বিপক্ষে বাংলাদেশের বড় হার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০
অ- অ+

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে শুরুটা ভালো করার প্রত্যাশা ছিলো বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু শক্তিশালী জর্ডানের বিপক্ষে ফল হলো উল্টো। সাবিনা-কৃষ্ণারা হারল ৫-০ গোলের বড় ব্যবধানে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে আজ ‘জি’ গ্রুপের বাছাইয়ে বড় জয় পেল জর্ডান নারী দল। আগামী বুধবার (২২ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ও শেষ বাছাইয়ের ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।

জর্ডানের বিপক্ষে খেলতে নামার আগে সাবিনাদের জন্য অনুপ্রেরণামূলক পুরস্কার ঘোষণা করেছিলেন বাফুফে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ৭৪ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে হারাতে পারলে ৩ হাজার ডলার, ড্র করলে ১ হাজার ডলার পুরষ্কার পাবে দল। তবে ম্যাচে ফল হল ভিন্ন।

বাছাইয়ের শুরুটা বড় হারে করল বাংলাদেশ নারী ফুটবল দল।

অবশ্য খেলার ৩৪ মিনিট পর্যন্ত শক্তিশালী জর্ডানকে আটকে রাখতে পেরেছিলেন সাবিনা-কৃষ্ণারা। ৩৫ মিনিটে জর্ডানকে এগিয়ে নেন শাহনাজ জেবরিন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন বানাজাইদ আল বিতার।

বিরতির পর পুরো শো দেখান জর্ডান অধিনায়ক মাইশা জিয়াদ জেবারাহ। ১৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে বাংলাদেশের বড় হার নিশ্চিত করেন তিনি। ৬২, ৬৭ ও ৭৭তম মিনিটে বাংলাদেশের জালে বল জড়ান মাইশা। পরবর্তী সময়ে কোনো দলই তৈরি করতে পারেনি সুযোগ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা