কুবির বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে মাইক্রোবাসটির চালকের আসনে থাকা চালকের সহকারী মোহাম্মদ রাকীব আহত হন৷ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরে যাবার পথে শালবন বিহারের পেছনে হাজী ভিলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের বাস চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা বাসগুলোর একটিকে হাজী ভিলা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি ধীরগতিতে থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কেবল মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এসময় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাইক্রোবাস চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘সংঘর্ষের পর আমি বাসের হেলপার থেকে ঘটনাটি শুনেছি। মাইক্রোর চালকের সহকারী গাড়িটি চালাচ্ছিলেন। এ জন্য এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি আগামীকাল আমাদের ড্রাইভারদের সঙ্গে বসবো, যেন তারা এই সরু রাস্তাগুলোতে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে চালায়।’

অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘যেহেতু মাইক্রোটা হেল্পার চালাচ্ছিলো তাহলে দোষ মাইক্রোরই ছিল। প্রশাসন বিষয়টা বিস্তারিতভাবে জেনে ব্যবস্থা নেবে। আমাদের বাস ড্রাইভারের দোষ হলে তার বিরুদ্ধেও সিদ্ধান্ত নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা