ঢাবিতে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন, প্রশাসন বলছে সুযোগ নেই

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। একটি গ্রুপ এই ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ‘রিয়েল প্রশ্ন’ দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের থেকে ১২০০ টাকা অগ্রিম নিচ্ছে। চান্স নিশ্চিত হলে ২০ হাজার টাকা দিতে হবে গ্রুপটিকে। অগ্রিম টাকা দিয়ে 'বুকিং' দিলে গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে বলে গ্রুপের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা টাইমসের পরিচয় গোপন রেখে সেই গোপন গ্রুপের সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ক ইউনিটের প্রশ্ন পাবেন। আগে ১২০০ টাকা দিতে হবে। চান্স হয়ে গেলে বাকি টাকা পরে দেবেন। আর প্রশ্ন শতভাগ রিয়েল হবে।’

এ বিষয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মিহির লাল সাহা ঢাকা টাইমসকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আমরা ডিজিটাল ট্র্যাকের মধ্য দিয়ে সব পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্রগুলো মূল কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করছি। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে এরকম কিছু গ্রুপ থাকে যারা শিক্ষার্থীদের থেকে টাকা নেয়। যারা এমন কাজের সাথে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ সদস্য আহত, গাড়ি ভাংচুর
সরিয়ে দেওয়া হলো জিএমপি কমিশনার ড. নাজমুল করিমকে
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
চট্টগ্রামে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা