মা হলেন অভিনেত্রী নাজিরা মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১, ১৪:০৪| আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪:০৫
অ- অ+

প্রথমবার মা হলেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল নাজিরা মৌ। সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের ই্নাইটেড হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এই সুখবরটি জানিয়েছেন।

ইতোমধ্যে সদ্যজাতের নামও ঠিক করে ফেলেছেন নাজিরা মৌ। অভিনেত্রী তার মেয়ের নাম রেখেছেন মাইরা রহমান। বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

নির্ধারিত সময়ের এক দিন আগে সিজারের মাধ্যমে কন্যা মাইরা রহমানের জন্ম দেন নাজিরা মৌ। তাদের আরও তিন হাসপাতালে থাকতে হবে বলে জানান অভিনেত্রী। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।

চলতি বছরের ২০ জানুয়ারি বনানীর একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন নাজিরা মৌ। তার স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী। থাকেন যুক্তরাজ্যে।

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছর দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু। এরপর থেকে নিয়মিতই কাজ করছিলেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে কোনো নাটকে দেখা যায়নি।

ঢাকাটাইমস/১২অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা