ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনা জানালেন বাবর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৯:৩৫
অ- অ+

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার শেষ নেই। বৈশ্বিক কোনো আসরে দুই প্রতিদ্বন্দ্বীর দেখায় দর্শকরাও থাকে অধীর আগ্রহে। জয়ের জন্য মরিয়া দুদলই লড়ে শেষ সময় পর্যন্ত। এবার আসন্ন বিশ্বকাপেও রয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ। তাতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কাদা ছোড়াছুড়ি। সাবেক-বর্তমানরাও যোগ দিচ্ছেন কথার লড়াইয়ে।

এবার ম্যাচটি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এখনও ১২ বারের দেখায় প্রত্যেকবারই জিতেছে ভারত। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ফল পরিবর্তন করতে চান বিশ্বের অন্যতম সেরা পাকিস্তানি ব্যাটসম্যান।

বিশ্বকাপে শুরুর ম্যাচে ভারতের বিপক্ষে চাপ কাটিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বাবর। তিনি বলেন, ‘প্রতি ম্যাচের চাপ ও তীব্রতা সম্পর্কে আমরা জানি, বিশেষ করে প্রথম ম্যাচ। আশা করি, আমরা ম্যাচটি জিততে পারবো এবং এ মুহুর্তটা নিয়েই সামনে এগিয়ে যাব।’

পাকিস্তান দলকে টি-টোয়েন্টিতে বাবর নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৮ ম্যাচের ১৫ টিতেই। সংযুক্ত আরব আমিরাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলার অভিজ্ঞতা দলকে এগিয়ে রাখছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা আমিরাতে ক্রিকেট খেলছি এবং এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা ভাল জানি।উইকেটের আচরণ এবং কিভাবে ব্যাটসম্যানরা মানিয়ে নিবে সেটা ভালভাবে জানা আছে। তবে ম্যাচের দিনে যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো আমরাই জিততে যাচ্ছি।’

দল নিয়ে আত্মবিশ্বাসী বাবর বলেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টের আগে একটি দল হিসেবে বিশ্বাস এবং আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। আমরা অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

পাকিস্তান বিশ্বকাপের দল ঘোষণার পর সমালোচনা ওঠে দল নিয়ে। পরে বাধ্য হয়ে দলে শেষ সময়ে পরিবর্তন আনে পাকিস্তান বোর্ড। দলে আজম খান, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইনের জায়গায় জায়গা পেয়েছেন সরফরাজ আহমেদ, হায়দার আলি ও ফাখর জামান। শোয়েব মাকসুদের চোটে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা