কেরোসিন-ডিজেলের মূল্য পুনর্নিধারণে হাইকোর্টের রুল

কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য আইন অনুসারে (বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন আইন-২০১৩) নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোলিয়াম কর্তৃক জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের জন্য ২০১২ সালে প্রস্তুতকৃত তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন (বিইআরসি) আইন-২০১৩ এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী, কেন কেরোসিন ও ডিজেলসহ পেট্রোলিয়াম পণ্যের দাম পুনরায় নির্ধারণের নির্দেশ দেওয়া হবে না তা জনতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কনভেনর স্থপতি মোবাশ্বের হোসেন।
রিটে জ্বালানি ও খনিজসম্পদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিইআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিবাদী করা হয়।
ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

মন্তব্য করুন