অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটিশ বোলারের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২
অ- অ+

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে ১৩তম স্থান নির্ধারণী ম্যাচে বল হাতে বিশ্বরেকড গড়েছেন স্কটিশ বোলার জেমি কেয়ার্নস। মাত্র ২৪ রানের ৬টি উইকেট নিয়েছেন এই বোলার। যা যুবাদের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।

এদিন বল হাতে ৬.৪ ওভার বল করে কেয়ার্নস। ২টি মেডেনসহ ছয়টি উইকেট তুনে নেন মাত্র ২৪ রানের খরচায়। তাতেই নতুন যুব বিশ্বকাপের রেকর্ড। চলমান অ-১৯ বিশ্বকাপে কোনো ম্যাচে এর আগ পর্যন্ত সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল পাকিস্তানের ওয়াইস আলির। পাক এই বোলার জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছিলেন। সেটাই পেছনে ফেলেন কেয়ার্নস।

কিন্তু জেমি কেয়ার্নসের রেকর্ডগড়া বোলিংয়েও জয় পায়নি তার দল স্কটল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে উগান্ডা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন রোনাল্ড লোটায়া। এছাড়া ৪৯ রান করেন পেসকেল মুরুঙ্গি।

জবাবে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের সামনে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি স্কটিশ ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭০ রানের থামে তাদের ইনিংস। ফলে ৫১ রানের জয় পায় উগান্ডা।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’, কেন কখন?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা