ফরিদপুরে পরকীয়ার জেরে যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ২০:০১| আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:৫১
অ- অ+

ফরিদপুরে পরকীয়ার জেরে রাতের আঁধারে টোকাই রানা (৩১) নামে এক যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (প্রশাসন ও অর্থ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলাল উদ্দিন ভূইয়া, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাকিবুল ইসলাম প্রমূখ।

প্রেস ব্রেফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, অস্ত্র আইনসহ ৯ মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে টাকি রিপন (৩২) নামে ওই যুবককে জেলা গোয়েন্দা ও কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা শহরের ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার টাকি রিপন জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এর আগে, গত ২ এপ্রিল পরকীয়ার জের ধরে টোকাই রানাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তার মুখ ও চোখে এসিড নিক্ষেপ করে। এসময় শুচালো ভ্রমর দিয়ে তার দুই চোখ রক্তাক্ত জখম করে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা