দিল্লিতে এক নারীকে ধর্ষণের ঘটনায় আটক চার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৩:৫৩ | প্রকাশিত : ২৩ জুলাই ২০২২, ১২:৩৩

ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ৩০ বছর বয়স্ক এক নারীকে গণধর্ষণের ঘটনায় স্টেশনের চার কর্মচারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের লাইট রাখার একটি ছোট ঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা স্টেশনের ইলেকট্রিক বিভাগের কর্মচারী। এদের দুজন ওই নারীকে ধর্ষণ করে আর বাকিরা পাহারা দেয়।

অভিযুক্তরা হলো ৩৪ বছর বয়সী সতীশ কুমার, ৩৮ বছর বয়সী বিনোদ কুমার, ৩৩ বছর বয়সী মঙ্গল চাঁদ ও ৩৭ বছর বয়সী জগদীশ চন্দ্র।

ঘটনার দিন রাত সাড়ে তিনটায় ওই নারী পুলিশ স্টেশনে ফোন দিয়ে বিস্তারিত জানান। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন।

ওই নারী পুলিশকে জানান, তিনি হরিয়ানা ফরিদাবাদে বসবাস করেন। দুই বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তিনি কাজ খুঁজছিলেন। তার পরিচিত একজনের মাধ্যমে সতীশের সঙ্গে তার পরিচয় হয়। সতীশ তাকে কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিল।

বৃহস্পতিবার রাতে সতীশ ওই নারীকে ফোন দেয়। সে তার নতুন বাড়িতে ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য ওই নারীকে আমন্ত্রণ জানায়। রাত সাড়ে দশটার সময় কীর্তি নগর মেট্রো স্টেশনে সতীশের সঙ্গে তার দেখা হয়। তখন সতীশ ওই নারীকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। সেখানে আরও তিনজনের সঙ্গে ওই নারীর দেখা হয়। তারপর স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একটি ঘরে তাকে ধর্ষণ করা হয়।

পুলিশের নিকট অভিযোগের দুই ঘণ্টা পর চার অভিযুক্তকে আটক করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

ইসরায়েলে প্রথমবারের মতো বিমান হামলা চালালো হিজবুল্লাহ

হামাসের টানেল থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ইসরায়েলকে বোমা সরবরাহে কংগ্রেসে বিল পাস, বাইডেনের নিন্দা 

২৪ ঘন্টায় আরও ৩০ হাজার ফিলিস্তিনি রাফাহ ছেড়েছে: জাতিসংঘ

রাফাহতে স্থল আগ্রাসন বন্ধে ইসরায়েলকে সতর্ক করল ১৩ দেশ 

আঙুলের পরিবর্তে জিহ্বায় অস্ত্রোপচার! ডাক্তারের কাণ্ডে হতবাক সবাই 

এই বিভাগের সব খবর

শিরোনাম :