যে কারণে তামিমদের জরিমানা করল আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৭:৩৫
অ- অ+

জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক ম্যাচে হারছে সফররত বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে ওয়ানডে সিরিজও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি থেকে এবার আরও একটি দুঃসংবাদ পেল টাইগার শিবির। জরিমানার কবলে পড়েছেন তামিম ইকবালরা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করতে পেরেছে বাংলাদেশ দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। তাই দুই ওভারের জন্য ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের শুরুটাই হয় হারের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা