মতিঝিলে মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ২২:০৫
অ- অ+

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মো. ওহাব আলী নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৩। এ সময়ে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার রাতে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) বীণা রানী দাস ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, র‌্যাব-৩ এর একটি দল বুধবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ওহাব আলী নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার শরীর ও টলি ব্যাগ তল্লাশি করে প্লাষ্টিক এবং কসটেপ দ্বারা মোড়ানো পলিব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ওহাব আলীর বরাত দিয়ে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) বীণা রানী দাস ঢাকাটাইমসকে বলেন, ওহাব তার অপরাধ স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা কিনে এনে তা নিজের কাছে রেখে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. ওহাব আলী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা