শোক দিবসে একই স্ট্যান্ডে দুই পতাকা উত্তোলনে শোকজ, ইউপি চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৮:৪৬

শোক দিবসে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে একই স্ট্যান্ডে দুই পতাকা উত্তোলন করায় উপজেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রাপ্ত নোটিশের জবাবে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কারণ দর্শানো নাটিশ প্রাপ্তির প্রথম কর্মদিবসেই তার জবাব দিয়েছেন বলে জানা গেছে।

নোটিশের জবাবে তিনি উল্লেখ করেছেন, গত ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের সময় অজ্ঞাত (অজানা) কারণে একই দণ্ডে জাতীয় পতাকার ওপরে কালো পতাকা উত্তোলন করা হয়েছিল, বিষয়টি তার জানা ছিল না। এজন্য তিনি অনুতপ্ত, দুঃখিত এবং তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, ওই দিন বিকালে আদমদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। সেখান থেকে সন্ধ্যা ৭টায় ফিরে আসার সময়ও দলীয় পতাকা দেখে এসেছিলেন। অথচ ইউনিয়ন পরিষদের সামনের পতাকা ৬টার আগে নামানো হলেও একটি মহল সেটি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার জানান, বুধবার ইউপি চেয়ারম্যানকে দেওয়া নোটিশের জবাব বৃহস্পতিবার দুপুরে দিয়েছেন। তা আমরা গ্রহণ করেছি।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :