গাজীপুরে আগুন লাগা কারখানাটি আমার নয়: অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ২৩:২৫
অ- অ+

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া এবিএম ফ্যাশন লিমিটেড কারখানার মালিক ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল নয়। তিনি সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সন্ধ্যায় 'গাজীপুরের কোনাবাড়ীতে অনন্ত গার্মেন্টসে আগুন' শিরোনামে দেশের বেশকিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এগুলো সামনে আসতেই তাতক্ষণিক বিষয়টি পরিষ্কার করেন অনন্ত। সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি।

পোস্টে অনন্ত লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা। গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

এরপরই এ নায়ক সংবাদমাধ্যমের উদ্দেশে লেখেন, ‘যাচাই-বাছাই করে সংবাদ ছাপালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাওয়া যায়। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা