দিরাই-শাল্লা আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন প্রদ্যুৎ কুমার তালুকদার

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৪১ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৪:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির তৃতীয় দিনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং একই দিন মনোনয়ন জমা দেন হাওর পাড়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও এই শিক্ষানুরাগী।

এ সময় সুনামগঞ্জ ও দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘আপনারা জানেন দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে তুলে ধরে শান্তি সমাবেশ ও গণ সংযোগ করেছি। আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দিরাই-শাল্লার মানুষের পাশে থেকে কাজ করেছি। এছাড়া সুনামগঞ্জের ইতিহাসে অকাল বন্যা কবলিত ১২ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে অসহায় ও হতদরিদ্রদের খাদ্যপণ্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি এলাকার বেকার যুবকদের নিজ হাতে গড়া প্রয়াস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিয়েছি এবং মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করেছি। আমি মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেন, তাহলে আমার কর্মদক্ষতায় স্মার্ট দিরাই-শাল্লা উপজেলা গড়ে তুলতে সক্ষম হবো।’

প্রদ্যুৎ কুমার আরও বলেন, ‘আপনারা জাতির জনক বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা চাই, তিনি সারাজীবন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পাশে থেকে ভাগ্য উন্নয়নে আরও এগিয়ে যাক।’

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

স্বদেশ প্রত্যার্বতন দিবসে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শুভেচ্ছা 

সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আজীবন লড়াই করেছেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :