জামালপুরে ট্রেনে হামলা, অস্ত্রসহ ৬ কিশোর আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৬:১৮
অ- অ+

জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নুরুন্দি রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনে হামলার ঘটনা ঘটে।

আটক কিশোর গ্যাং সদস্যরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার সাইদুর ইসলাম ছেলে জকিরুল ইসলাম (১৫), একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮), রফিকুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২০), নুরুল ইসলামের ছেলে রাকিব হাসান (১৮), বিল্লাল হোসেনের ছেলে মো. শিহাব উদ্দিন (১৮) একই উপজেলার ডওয়াখোলা এলাকার দুদু মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৮)

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তাগাছা পলিটেনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রাবাসে সিট নিয়ে শিক্ষার্থীদের মাঝে ঝগড়া কলহ হয়। ওই শিক্ষার্থীদের মধ্যে একজন কমিউটার ট্রেন করে জামালপুরের নুরুন্দি যাওয়ার খবর পেয়ে তাকে মারার উদ্দেশ্যে পিয়ারপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ওঠেন কিশোর গ্যাংয়ের সদস্য। ট্রেনে ওই শিক্ষার্থীকে খুঁজে না পেয়ে নুরুন্দি স্টেশনে নেমে পড়েন তারা। এক পর্যায়ে স্টেশনে দাঁড়িয়ে কমিউটার ট্রেনের বগিতে হামলা করলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে পুলিশ।

বিষয়ে নুরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, স্টেশন থেকে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। ট্রেন রেলওয়ে স্টেশনের ঘটনা হওয়ায় তাদের রেলওয়ে থানায় দেওয়া হবে। কারণে তাদের বেশি কিছু জিজ্ঞাসা করা হয়নি।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে
ভারতের বিপক্ষে ম্যাচে হামজাসহ একাধিক প্রবাসী ফুটবলার
পীরগঞ্জে দেড় মাসের ব্যবধানে মা-মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা, বায়ুমান ‘বিপজ্জনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা