চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১০:০৮
অ- অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ডুবে জুনায়েদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কয়েকজন ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন জুনায়েদ হোসেন। এরপর দুপুর ১২টার দিকে বন্ধুরা মিলে ঝর্ণায় গোসল করতে নামলে জুনায়েদ নিখোঁজ হয়।

দীর্ঘক্ষণ ঝর্ণায় খোঁজার পর খোঁজ পাওয়া না গেলে বিকালের দিকে জুনায়েদের পরিবারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এরপর বিকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৭মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা