সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় দুই বছর বয়সী আলবি নামে এক শিশু নিহত হয়েছে৷ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা নূর উদ্দিন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলবি উপজেলার বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাঁটছিলেন। তখন হঠাৎ করেই পেছন থেকে দিরাইগামী একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং তার দাদা নুর উদ্দিন গুরুতর আহত হন৷ পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ আকরাম আলী জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।(ঢাকা টাইমস/০৬মে/এসএ)

মন্তব্য করুন