ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ মে ২০২৫, ১৪:৫৩| আপডেট : ০৬ মে ২০২৫, ১৫:১৩
অ- অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আগামী ৬ জুন পর্যন্ত বিভিন্ন তারিখের টিকেট বিক্রি করা হবে। অন্যদিকে আগামী ৩০ মে বিক্রি শুরু হবে ফিরতি টিকেট বিক্রি। ঈদুল ফিতরের মতো এবারও আগাম টিকেটের শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

সম্প্রতি রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেনের অগ্রিম টিকিট

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকেট ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি করা হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি করা হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি করা হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি করা হবে ২৬ মে; ৬ জুনের টিকিট বিক্রি করা হবে ২৭ মে।

ট্রেনের ফিরতি টিকিট

ঈদ ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের ৯ জুনের টিকিট বিক্রি করা হবে ৩০ মে; ১০ জুনের টিকিট বিক্রি করা হবে ৩১ মে; ১১ জুনের টিকিট বিক্রি করা হবে ১ জুন; ১২ জুনের টিকিট বিক্রি করা হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি করা হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি করা হবে ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি করা হবে ৫ জুন।

(ঢাকাটাইমস/৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা