‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, খালেদা জিয়ার যে কথা প্রশংসা কুড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৫, ০৯:১২| আপডেট : ০৬ মে ২০২৫, ১১:০২
অ- অ+

উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান বড় ছেলে তারেক রহমান এবং তাদের স্বজন ও দলের নেতারা। এ সময় বিদায় নিতে গিয়ে সবার উদ্দেশে প্রিয় পুত্র তারেক রহমানের দিকে খেয়াল রাখার জন্য বলেন বেগম খালেদা জিয়া।

সোমবার লন্ডন সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বিদায়বেলার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ক্লিপ বিএনপি মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে বসে আছেন। তার পাশেই রয়েছেন ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। এর পেছনেই আছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ যুক্তরাজ্য বিএনপির নেতারা।

ভিডিওতে আরও দেখা যায়, বিমানবন্দরে বিদায়বেলায় তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে খালেদা জিয়ার এক প্রশ্নের (কতদিন তাহলে তুমি থাকতেছ) জবাবে তারেক রহমান বলেন, ‘আমি? তুমি উঠে গেলে জাইমা চলে এলে আমি চলে যাব, বাপ-বেটি। এরপর খালেদা জিয়া সবাইকে আল্লাহ হাফেজ বলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘ভালো থাকবে তোমরা। ভাইয়ার দিকে খেয়াল রেখো। পরে তিনি আবারও বলেন, ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো।

এরপর ডা. এ জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের সঙ্গে আলিঙ্গন করে বিদায় নেন এবং বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে বিমানবন্দরে প্রবেশ করেন।

(ঢাকাটাইমস/০৬মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা