অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১২:০৬
অ- অ+

তাকে বলা যায় ছোট দলের বড় তারকা। সমপর্যায়ের খেলোয়াড় না হলেও মেসি-রোনালদোর সঙ্গে তার নামটাও আলোচনায় আসে বারবার। এখনও খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রোনালদো ও মেসির পর সবচেয়ে বেশিও গোল তারই। আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যায় একটা সময় লিওনেল মেসির উপরে ছিলেন তিনি। ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় বর্তমানে আছেন চতু্র্থ স্থানে। বলা হচ্ছে ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রীর নাম। দক্ষিণ এশিয়ার এই কিংবদন্তি ফুটবলার এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন। জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেও ঘরোয়া ফুটবল চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী সুনীল ছেত্রী।

২০২৬ এর ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে ম্যাচটিই ভারতের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে যাচ্ছে। আগামী ৬ জুলাই কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অবসরের ঘোষণায় ছেত্রী বলেন, 'গত ১৯টা বছর ছিল দায়িত্ব, চাপ এবং অবিশ্বাস্য আনন্দের। আমি কখনই ভাবিনি যে, জাতীয় দলের হয়ে এতো ম্যাচ খেলার সুযোগ পাব।ভালো হোক আর মন্দ, গত দেড় থেকে দুই মাসে আমি যা করেছি, তাতে অদ্ভুত একটা অনুভূতি হয়েছে। আমি যতদূরসম্ভব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই খেলাটাই (কুয়েতের বিপক্ষে ম্যাচ) আমার শেষ হতে যাচ্ছে।'

গত দুই দশকে ছেত্রীর নামটা যেন ভারতীয় ফুটবলেরই সমার্থক হয়ে উঠেছে। শুধু ঘরোয়া ফুটবলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনিই ভারতের পোস্টারবয়। ১৯ বছর আগে কলকাতাতেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তার। কাকতালীয়ভাবে সেই যুবভারতীতেই পথচলা শেষ হতে যাচ্ছে তার।

বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় পর্বে জায়গা করে নিতে হলে কুয়েতের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে ভারতের। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ছেত্রীর দল। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কাতার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী পর্বে জায়গা করে নেবে।

ক্যারিয়ারের প্রথম দিনের কথা স্মরণ করে ছেত্রী বলেন, 'একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব না। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।'

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় ছেত্রীর। অভিষেক ম্যাচেই গোলের দেখা পান তিনি। ২০০৭ সালে নেহেরু কাপ ছিল তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টে কম্বোডিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। এছাড়া সিরিয়া ও কিরঘিজস্থানের বিপক্ষেও গোল করে টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখেন তিনি।

এরপর বাইচুং ভুটিয়া অবসর নিলে তিনিই ভারতের ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন। এক সময় পান জাতীয় দলের নেতৃত্ব।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রী চতুর্থ সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। ভারতের জার্সিতে ১৫০ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো (১২৮), আলি দাইয়ি (১০৮) ও লিওনেল মেসির (১০৬) পরেই আছেন তিনি।

(ঢাকাটাইমস/১৬মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা