হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে একটি খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ। বৃহস্পতিবার দিনগত রাতে ওই ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাঁট খোলা বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক নারী তার গৃহপালিত হাঁস ধরতে খালটিতে নামেন। পরে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে তিনি ভয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা গিয়ে বিষয়টি দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী উপ-পরিদর্শক জাফর আহমেদ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ মরদেহটি উদ্ধারের পর স্থানীয়দের দেখালে কেউই নিহত এই নারীকে চিনতে পারেননি। স্থানীয় কেউ নিখোঁজ হননি বলেও জানানো হয়।
এদিকে ঘটনাটি তদন্তের জন্য খবর দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তারা বৃহস্পতিবার রাতেই মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সাকেল) পংকজ কুমার দে জানান, ‘ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে মরদেহটি এই খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ যেহেতু মরদেহের পরিচয় জানেন না, তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে।’
তিনি আরও জানান, ‘এখনো ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
পিবিআইর চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘নারীর মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেওয়া পর্যন্ত সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।’
(ঢাকাটাইমস/১৭মে/এজে)

মন্তব্য করুন