বিজয় দিবসের আনন্দ বাড়িয়ে দিলো মেট্রোরেল

​​​​​​​আহম্মেদ মুন্নী, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬

বিজয় দিবসের আনন্দ আর স্বপ্নের মেট্রোরেলে চড়তে সাপ্তাহিক ছুটির দিন শনিবারকে বেছে নিয়েছেন অনেকে। এতে মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার ছুটির দিনে কেউ প্রয়োজনে, কেউ শুধু ভ্রমণের জন্য বেশ উৎসাহ নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন। শীত উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে যায় বলে জানান মেট্রেরেলের যাত্রী রহমত মিয়া। পেশায় দিনমজুর রহমত মিয়া টঙ্গি থেকে এসেছেন দুই সন্তান, স্ত্রী আর বোনের দুই মেয়েকে নিয়ে। মেশিনে টাকা দিয়ে কার্ড নিয়ে অপেক্ষা করছেন মেট্রোরেলের জন্য। পুরো বিষয়টি তাদের কাছে স্বপ্নের মতো লাগছে বলে জানান।

রহমত মিয়ার মতো অনেকেই বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে মেট্রোরেলে চড়তে পেরে বেজায় খুশি সাধারণ মানুষ। শুধু মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্যই দূরদুরান্তের বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকে। ছিলেন মুক্তিযোদ্ধা বিভিন্ন বয়সের মানুষ। এমন যাত্রা ভিন্ন অভিজ্ঞতা নগরবাসীর জন্য।

সুসমিতা দেব পরিবারের পাঁচ সদস্য নিয়ে ঘুরতে বেরিয়ে মেট্রোরেলে চড়তে অপেক্ষা করছিলেন। মেট্রোরেলের সার্বিক পরিবেশ খুব ভালো লেগেছে বলে জানান। বলেন, বাংলাদেশে এমন একটা আধুনিক যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সম্ভব, একথা ভাবতেই অন্যরকম লাগছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

এমআরটি পুলিশের এএসআই কোরবান আলি জানান, অন্যান্য দিন থেকে বেশি যাত্রী ছিল শনিবার। সবাই ঘুরাঘুরি করছেন। ১০ মিনিট পর ছয়টি কোচ চলছে। তখন পর্যন্ত কোনো ত্রুটি বা যাত্রীর অভিযোগ নেই।

সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ভ্রমণ সেবা নিশ্চিত করতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দল। সাদা পোশাকেও রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

এই বিভাগের সব খবর

শিরোনাম :