আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু  

মো. রাজীব হোসেন, টঙ্গী-পুবাইল (গাজীপুর)
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫
অ- অ+

টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার যোহর বাদ আম বয়ানের মধ্য দিয়ে (সাদপন্থি) শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা হারুন (পাকিস্তানি) আনুষ্ঠানিক আম বয়ানের মধ্য দিয়ে (সাদপন্থী) মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্ব তবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অংশগ্রহণের সিদ্ধান্ত না হয়ে থাকলেও গত বৃহস্পতিবার তার তিন ছেলে ময়দানে এসেছেন।

তারা হলেন- মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী, মেজ ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী। এ ছাড়া চৌদ্দ জনের একটি জামাত ময়দানে উপস্থিত আছেন।

তাদের ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের শীর্ষ শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

বর্তমানে তারা বিদেশি তাঁবুর ১নম্বর বিল্ডিংয়ে বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

দ্বিতীয় পর্বে কে কখন বয়ান করবেন: বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন। আসর পরে বয়ান করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুল ছাত্তার (ভারত) বাংলায় অনুবাদ মুফতি জিয়া বিন কাসেম।

শুক্রবার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ করবেন মনির বিন ইউসুফ সকাল ১০টায় তালিম করবেন মাওলানা ইলিয়াস সাহেব ভারত। তার তালিমের বাংলায় অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। জুম্মার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি) বাংলায় অনুবাদ করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনছুর আসরের পরে বয়ান মাওলানা মোশারফ (বাংলাদেশি) মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ মাওলানা জিয়া বিন কাসেম।

শনিবার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মাওলানা সাঈদ বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসামা ইসলাম যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত) বাংলায় অনুবাদ করবেন মাওলানা মাহমুদুল্লাহ আসরের পরে বয়ান মাওলানা ওসমান (পাকিস্তানি) বাংলায় অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন মাগরিবের পরে বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত) বাংলায় অনুবাদ মাওলানা মনির বিন ইউসুফ।

রবিবার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মুফতি মাকসুদ (ভারত) বাংলায় অনুবাদ করবেন মাওলানা আব্দুল্লাহ বয়ানের পরে হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। বাংলায় অনুবাদ করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।

এই তথ্য নিশ্চিত করেন মিডিয়া সমন্বয়কারী (স্বাদপস্থী) মো. সায়েম।

দ্বিতীয় পর্বের ব্যবস্থাপনা:

ফায়ার সার্ভিস: ইজতেমাস্থলে ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুম থাকবে। সেখানে সার্বক্ষণিক কর্মকর্তাসহ ফায়ারম্যানরা অবস্থান করবেন। টু-হেলার মোটরসাইকেল টহল, ফায়ার ফাইটিং ইউনিট, স্ট্যান্ডবাই লাইটিং ইউনিট, মোবাইল জেনারেটর ও প্রতি খিত্তায় দুজন ফায়ারম্যান থাকবে। এছাড়াও বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ গাড়ি, পানিবাহী গাড়ি, ডুবুরি ইউনিট, রেসকিউ বোর্ড, রেসকিউ গাড়ি থাকবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৩৬১ কর্মী সার্বক্ষণিক উপস্থিত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে ও প্রস্তুত রাখা হয়েছে।

ইজতেমায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা: ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে বরাবরের মতোই মোট ১৩২ কেভি সোর্স হিসেবে নির্বাচন করা হয়েছে। যাতে করে একটি গ্রিড অকেজো হলেও বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত না হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সকল প্রকার ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া ৫টি ১১ কেভি ফিডার লাইন ও ১৯টি বিতরণ কেন্দ্র করা হয়েছে। হঠাৎ কোন কারণে ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে সাথে সাথে যাতে বদল করা যায় তার জন্য স্ব স্ব স্থানে ট্রলি ট্রান্সফরমার রাখা হবে। এছাড়া অতিরিক্ত ব্যবস্থা হিসাবে ৪টি জেনারেটর সব সময় প্রস্তুত থাকবে। ডেসকোর প্রায় দুই শতাধিক কর্মী পালাক্রমে ২৪ ঘণ্টা কর্মরত থাকবেন।

(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা